কয়রা (খুলনা) প্রতিনিধি: “কৃষক বাঁচাও- দেশ বাঁচাও” এই শ্লোগান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কয়রায় ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষকলীগের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করা হয়। কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলীর নেতৃত্বে র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। র্যালি পরবর্তী দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী। কৃষক লীগের সদস্য সচিব শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশিদ, আমাদী ইউনিয়ন কৃষলীগের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, বাগালী ইউনিয়ন আহবায়ক নুরুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আহবায়ক আতাউল গনি, কয়রা সদর ইউনিয়ন আহবায়ক এফ এম সিরাজুল ইসলাম, উত্তর বেদকাশি ইউনিয়ন আহবায়ক ইউনুস আলী। এ সময় উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা মিলন রায়, আজিজুল খোকন, নাজমুল, কামরুল ইসলাম, ইব্রাহিম গাজী, আনিছুর রহমান, আশরাফ, রাকিবুল, সিদ্দিক মোড়ল, নিত্যানন্দ ঢালী প্রমুখ।
সর্বশেষ
- যশোরসহ আরও ১৪ জেলায় নতুন ডিসি
- কর্মসংস্থান ও মাদকমুক্ত শার্শা গড়ার প্রত্যয় মফিকুল হাসান তৃপ্তির
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কেশবপুরকে হারিয়ে সেমিতে চৌগাছা
- যশোরে বাসে আগুন : বিপুল, টাকমিলনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
- যশোরে উৎসবমুখর পরিবেশে ‘লিটন ট্রেডিং’র শো-রুম উদ্বোধন
- পোস্টার নিষিদ্ধ, এখনই সরাতে দলগুলোকে কঠোর হুঁশিয়ারি সিইসির
- সংসদ নির্বাচনের দিনই গণভোট : প্রধান উপদেষ্টা
- যশোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস আটক
