নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের খড়কি ধোপাপাড়ায় আয়েশা নামের দেড় বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পিতা ও সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, শিশুকে সৎ মা আয়েশাকে হত্যা করেছেন। পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর কোতয়ালি থানা পুলিশের এসআই জয়ন্ত জানান, আজ শনিবার দুপুর ১টার দিকে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে আনেন তার পিতা পিন্টু। এসময় তার সৎ মা পারভীনাও সঙ্গে ছিলেন। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় তার সৎ মা পারভীনা ও বাবা পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার আফসার আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
কোতয়ালি থানায় অবস্থানরত শিশুর পিতা পিন্টু জানান, আয়েশা দুর্বল ছিল। সে বারবার পড়ে যেতো। আজও (শনিবার) পড়ে গিয়ে সে অচেতন হয়ে পড়ে।
পিন্টু আরও জানান, ৪-৫ মাস আগে শিশুর মা জান্নাতুলের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এ ঘরে তার আরও এক ছেলে রয়েছে। জান্নাতুলের সঙ্গে বিচ্ছেদের পর তিনি পারভীনাকে বিয়ে করেছেন।