ঢাকা অফিস
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসেছে। দলটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা কার্যক্রমে যোগ দিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ড. রিচার্ড বিউলের নেতৃত্বে চিকিৎসক দলটি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। পরে স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে তারা প্রাথমিক আলোচনা করেন।
হাসপাতালসূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের এ বিশেষজ্ঞ দল খালেদা জিয়ার জন্য উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে বাংলাদেশে এসেছে। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তারা তাঁর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন—বিদেশি বিশেষজ্ঞরা যুক্ত হওয়ায় খালেদা জিয়ার চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হবে।
গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে ভর্তি করা হয়। এর পর থেকে তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হচ্ছিল। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।
