নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর স্মরণে তার সহকর্মী ও সমর্থকগোষ্ঠীর ‘মিলনমেলা’ হয়েছে। বৃহস্পতিবার শহরের হোটেল ওরিয়ন চত্বরে এ অনুষ্ঠান হয়। খালেদুর রহমান টিটোর সমর্থক গোষ্ঠীর সভাপতি অ্যাড. শরিফুল আলম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খালেদুর রহমান টিটোর পুত্র অ্যাড. খালেদ হাসান জিউস। এসময় তিনি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যন পদপ্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে সমর্থন দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আবু শাহনেওয়াজ বাবু। আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, শিহাব উদ্দিন, মাহফুজুর রহমান মানিক, আইয়ূব আলী, জাহাঙ্গীর হোসেন, আমজাদ হোসেন, মাযহারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আইনুদ্দিন, আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ মাহমুদ শাহীন।
এসময় বক্তারা বলেন, খালেদুর রহমান টিটো আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার রাজনৈতিক আদর্শ আর স্বাধীনতার চেতনা বাস্তবায়নের যে প্রয়াস তাঁর কর্মীদের মাঝে বিলিয়েছিলেন তা বহন রয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতার স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, সাবেক ছাত্রনেতা আরাফাত রহমান বাসিত।
