নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন যশোরের রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শরীফ এ মাসউদ হিমেল। ২৫ নভেম্বর শনিবার যশোর পৌর উদ্যানে তাকে সংবর্ধনা জানান স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মন্ডলী।
এ সময় উপস্থিত ছিলেন রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক সাগুপ্তা ইয়াসমিন, রেশমা ইয়াসমিন, ইমরান খান, রাবেয়া আক্তার, সোনিয়া আরশাদ, ফারহানা আহমেদ, অভিভাবক প্রতিনিধি হাজেরা খাতুন, ববিতা ইসলাম, খায়রুল ইসলাম, জসীম মিঞাসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।