খুলনা ব্যুরো :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ তদারকির দায়িত্ব ডিসিদের উপর অর্পণের ঘোষণার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিএমএ। বুধবার বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন খুলনা বিএমএর সভাপতি ডা শেখ বাহারুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ তদারকির জন্য উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলায় সিভিল সার্জন, বিভাগীয় পর্যায়ে পরিচালক স্বাস্থ্য এবং সবার উপরে আছেন মহাপরিচালক স্বাস্থ্য ও তার দফতরের পরিচালকবৃন্দ। স্বাস্থ্যখাতের কর্তৃপক্ষ বা ব্যক্তি থাকা সত্ত্বেও অপেশাদার, ঔপনিবেশিক ভাবধারার আমলা দ্বারা আরো অতিরিক্ত তদারকি করা হলে দৈত তদারকির ফলে স্বাস্থ্য ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা দেখা দেবে। আমরা মনে করি এটি স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসকদের বিরুদ্ধে আমলাতন্ত্রের পূর্বনির্ধারিত দূরাভিসন্ধিমূলক ষড়যন্ত্রের অংশ বিশেষ।