নিজস্ব প্রতিবেদক
ফুলের রাজ্য খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী অঞ্চলের ফুলচাষিদের মাঝে জারবেরা ফুলের চারা ও শেড নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে ‘যশোর জেলার ঐতিহ্যবাহীপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের’ এসব ফুলচাষির মাঝে সাত হাজার জারবেরা ফুলের টিস্যুকালচার চারা ও তিনটি শেড নির্মাণের সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরাম (জীফ) এর যৌথ উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা অর্ধেন্দু পাঁড়ে, বেডস্রে প্রকল্প ব্যবস্থাপক আসাদুল হাসান জুয়েল ও আনোয়ারুস সাদাতসহ অন্যান্যরা।
তারা বলেন, ফুলচাষিদের আধুনিক ফুলচাষে উদ্বুদ্ধ করা, জৈব উপাদান ব্যবহার করে ফুলের চাষকে ত্বরান্বিত করা এবং ফুলের উন্নত প্রজাতি চাষের মাধ্যমে জীবনমানের পরিবর্তন ঘটানো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় আমরা প্রান্তিক কৃষকদের মধ্যে এমন সহযোগিতা প্রদান করেছি।
সুবিধাভোগীরা হলেন, গদখালী পটুয়াপাড়া গ্রামের বোরহান হোসেন, ওসমান আলী ও হাড়িয়ার রেশমা খাতুন। ফুলচাষি বোরহান হোসেন বলেন, আমরা অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে। তাই উন্নত জাতের ফুলচাষ করাটা অনেকটাই স্বপ্নের মতো ছিল। বেডস্রে সহযোগিতা পেয়ে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। বাণিজ্যিকভাবে উন্নত জাতের ফুলচাষ ও ফুলচাষিদের অর্থনৈতিকভাবে লাভবান করার এমন উদ্যোগে স্থানীয় উপজেলা কৃষি অধিদপ্তর এ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) একটি অরাজনৈতিক, অলাভজনক, জনসাধারণ ভিত্তিক এবং পরিবেশ উন্নয়ন-কেন্দ্রিক বেসরকারি সংস্থা। দেশের পরিবেশগত উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বেডস্ ২০১১ সালে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ফুলচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বেডস্রে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।