নিজস্ব প্রতিবেদক
গাঁজা বেচাকেনার অভিযোগে ফারুক হোসেন নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। ফারুক হোসেন যশোর সদর উপজেলার শাহাবাজপুর গ্রামের আব্দুল জলিল হোসেনের ছেলে। সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই তৌফিকুল ইসলাম শনিবার রাতে তাকে আটক ককরেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রোববার ৯ এপ্রিল দুুপুরে ফারুক হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই তৌফিকুল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহাবাজপুর গ্রামের ফারুক হোসেনের মাছের পুকুর পাড়স্থ টিনের কুঁড়ে ঘরে বসে ফারুক হোসেন গাঁজা বেচাকেনা করছিলেন। এ সময় তাকে আটক ও তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
