অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে লিমন শেখ (২৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার শংকরপাশা গ্রামের একটি মাঠ থেকে গাছে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিমন শেখ অভয়নগর উপজেলার নওয়াপাড়া জগবাবুর মোড় এলাকার মো. আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, লিমন সোমবার রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ মঙ্গলবার সকালে শংকরপাশা গ্রামের কাঁচা রাস্তার পাশে গাছের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নিতে লিমনকে হত্যা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের কাজ শুরু করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।