নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের গাড়িখানা রোডের ইসলাম মার্কেট থেকে গুলি, ইয়াবা ও গাঁজাসহ আবু সাঈদ বাবু ওরফে টাক বাবুকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে গুলি-মাদকসহ তাকে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়িখানা রোডের ইসলাম মার্কেটে ভাবনা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে দুটি গুলি, ১০ পিচ ইয়াবা, দেড়শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আবু সাঈদ বাবুকে গ্রেফতার করা হয়। আমাদের কাছে খবর ছিলো বাবু ওরফে টাক বাবু দীর্ঘদিন ধরে কাগজের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। সে শহরের ঘোপ এলাকার একজন হোলসেলর। মানুষ দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। রোববার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা হবে।
গাড়িখানা রোডের একটি সূত্র দাবি করেছে, আবু সাঈদ বাবু ওরফে টাক বাবু দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। শাসক দলের জেলার এক শীর্ষ নেতার পিএস তার বন্ধু এই পরিচয় দিয়ে সে মাদকের কারবার করে আসছিলো। এজন্য কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না।
সূত্র জানায়, বাবুকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই মাদকের বড় বড় চালান সম্পর্কে জানা যাবে। সেই সাথে খোঁজ মিলবে উদ্ধার হওয়া গুলি সম্পর্কে। এছাড়া কে কে তার সিন্ডিকেটে মাদক কারবার করে সে সম্পর্কেও।