নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ঘোপ এলাকার আওয়ামী লীগ নেতা আবু সাইদ ওরফে কালা সাইদকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক জানান, আওয়ামী লীগ সরকারের আমলে আবু সাইদ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত আবু সাইদকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, যশোর জেলা জুড়ে বর্তমানে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান চলমান রয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিনে এ অভিযানে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ
- নিরাপত্তা বলয় জোরদার : তারেক রহমানের ফ্লাইটে দুই কেবিন ক্রু প্রত্যাহার
- বিসিবির নতুন অফিস হবে খুলনায় : বুলবুল
- ঢাকা থেকে গ্রেফতার যশোর যুবলীগ নেতা ‘টাক মিলন’
- মনিরামপুরে গভীর রাতে ভয়াবহ ডাকাতি
- না ফেরার দেশে অশোক কুমার রায়
- যশোরের চৌগাছা সীমান্তের হাওর থেকে যুবকের লাশ উদ্ধার
- হাদির মরদেহ ঢাকায়; আগামীকাল জানাজা ও দাফনের সিদ্ধান্ত
- প্রথম আলো ও ডেইলি স্টারের পাশে আছে সরকার— প্রধান উপদেষ্টার আশ্বাস
