ঢাকা অফিস
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন; আটক করা হয়েছে অন্তত ২০ জনকে।
বিক্ষোভের সময় ট্রাফিক পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়; সড়কে যানবাহন ও দোকান ভাংচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে ট্রাফিক পরিদর্শক বিপ্লব বড়ুয়া, কোতোয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানও আছেন।
১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিলেন বিএনপির নেতাকর্মীরা।
বেশ কয়েক বছর ধরে তারা দলীয় কার্যালয়ের সামনের মাঠে রাজনৈতিক কর্মসূচি পালন করলেও সোমবার ওই কার্যালয়ের সামনের সড়কে মিনি ট্রাকে মঞ্চ তৈরি করে বক্তব্য রাখছিলেন।
এতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ সমাবেশে যোগ দিতে আসছিলেন।
এরমধ্যে বিকাল সাড়ে ৩টার কিছু পরে সমাবেশ স্থলের অদূরে কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর আসলে তড়িঘড়ি করে সমাবেশ শেষ করেন বিএনপি নেতারা।
এসময় দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে তড়িঘড়ি করে দলীয় কার্যালয়ের সামনে থেকে চলে যেতে দেখা গেছে। সমাবেশে থাকা কর্মীদেরও দ্রুত সমাবেশস্থল ত্যাগ করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজীর দেউড়ি মোড়ে একটি মিছিল আসার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। এসময় সেখানে থাকা পুলিশ সদস্যরা শিশু পার্কের দিকে চলে যান। পরে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।
সেসময় কাজীর দেউড়ি মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে রাখা পুলিশের একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেন বিএনপি কর্মীরা। পরে তারা দিকবিদ্বিক ছোটাছুটি শুরু করে বেশকিছু যানবাহন ও দোকান ভাংচুর করে।
কাজীর দেউড়ি থেকে আলমাস সিনেমা হল মোড়, এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সড়কে বেশকিছু গাড়ি ভাংচুর করা হয়।
নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, বিএনপি নেতারা শান্তিপূর্ণ সমাবেশ করার আশ্বাস দিয়েছিল। কিন্তু তাদের কিছু লোকজন কাজীর দেউড়ি মোড়ে আমাদের পুলিশের ওপর হামলা করে। গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় আমরা তাদের ধাওয়া করে নিবৃত করি। কাজীর দেউড়ি ও দলীয় কার্যালয়ের আশেপাশে অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
আহত পুলিশ সদস্যদের মধ্যে ট্রাফিক পরিদর্শক বিপ্লব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আরও তিন কনস্টেবলকেও সেখানে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ
- যশোর-১ শার্শা আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন
- হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট
- যশোর-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আজাদ
- বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্সের ম্যানেজার হলেন যশোরের ঝড়ু
- ঝিনাইদহ-১ : বিএনপির প্রার্থী অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
- মান্না, সাইফুল, সাকি, নুরুল, ববিসহ শরিকদের কে কোন আসনে, জানালেন মির্জা ফখরুল
- বিএনপি প্রার্থী না পেয়ে কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা!
- যশোর-৫ আসনে ধানের শীষে লড়বেন মুফতি রশীদ বিন ওয়াক্কাস
