নিজস্ব প্রতিবেদক
চা ব্যবসার আড়ালে অস্ত্র বিকিকিনির অভিযোগে জিয়া বিশ্বাস ওরফে জিয়া নামে এক সন্ত্রাসীকে একটি রিভলবারসহ আটক করেছে র্যাব। গত বুধবার গভীর রাতে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক জিয়া একই উপজেলার হাজিরবাগ গ্রামের মৃত ইনায়েতুল্লা বিশ্বাসের ছেলে। এই ব্যাপারে তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করেছে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, আটক জিয়া যদিও তিনি চা দোকানের ব্যবসা করেন। কিন্ত চা ব্যবসার আড়ালে তিনি একজন চিহ্নিত অস্ত্র ও মাদকের কারবার করেন বলেও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে বাঁকড়া বাজারের পশ্চিমপাশে হাসপাতাল সংলগ্ন জিয়ার চা দোকানে অভিযান চালায় র্যাব। এসময় ওই দোকান থেকে একটি রিভলবারসহ জিয়াকে আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তবে আটকের পর র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ও মাদকের কারবার করেন বলে স্বীকার করেছেন।