নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পরিষদের পক্ষ থেকে সদর উপজেলার চাঁচড়া ও দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে উন্নতমানের চাদর ও কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা পরিষদের সদস্য ও জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী এসব ইউনিয়ন পরিষদে গিয়ে চাদর ও কম্বল বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল উপস্থিত ছিলেন। চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা ও দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমানসহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি প্রথম দফায় ছয়টি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানদের চাদর ও মেম্বারদের কম্বল দেয়া হয়। এরপর ৫ ফেব্রুয়ারি আরো পাঁচটি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানদের চাদর ও মেম্বারদের কম্বল দেয়া হয়।