নিজস্ব প্রতিবেদক
চাঁদা না দেওয়ায় অসীম সরকার (৪৩) নামে এক ঘের ব্যবসায়ীর হাতের আঙ্গুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতের দিকে বাঘারপাড়া বাড়ভাগা মাঠে। তিনি যশোরের বাঘারপাড়ার নাথপাড়ার বাসিন্দা।
আহতের শ্যালক অর্জুন বিশ্বাস জানান, ঘের ব্যবসায়ী আসীম সরকার বাড়ভাগায় নিজ ঘের পাহারা দিচ্ছিলেন। গভীর রাতে বাঘারপাড়া নিত্যনন্দপুরের সবুজসহ ৩/৪ জন তার ঘেরে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চাপাতি দিয়ে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল কেটে নেয়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পল্লী চিকিৎসকের নিকট নিয়ে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করায়। পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনেরা।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ জানান, তার বাম হাতের বৃদ্ধা আঙ্গুল কর্তন করা হয়েছে। অবস্থা আশংকামুক্ত।