নিজস্ব প্রতিবেদক
চাঁদা না দেয়ায় আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে মারপিট এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনায় ইয়ামি হোসেন (৩৫) নামে এক দুর্বৃত্তকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক যশোর ইয়ামিন শহরের নতুন খয়েরতলা (তেতুঁলতলা খোয়াররাস্তা) এলাকার লাল্টু ফকিরের ছেলে।
বাদী মামলায় বলেছেন, তেতুঁলতলা মোড়ে তার মেসার্স মাহি স্টোর নামে একটি দোকান আছে। আসামি তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে এবং পরিবারের সদস্যদের ক্ষতি করবে বলে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। গত শনিবার বিকেল ৪টার দিকে ওই দোকানের সামনে তার ভাই কবির হোসেন মুন্নার একটি মোটরসাইকেল রাখা ছিলো। আসামি ইয়ামিন কাউকে কিছু না বলে মোটরসাইকেলটি নিয়ে যায়। কিছু সময় পরে ফের দোকানের সামনে এসে গালিগালাজ করতে থাকে। তিনি নিষেধ করলে সে বলে ‘এতো বছর ব্যবসা করিস অথচ আমাকে চাঁদা দিস না।’ এই বলে একটি কাঠের নকশা করা বাটাল দিয়ে তাকে মারতে যায়। এ সময় তার স্ত্রী মারুফ আক্তার বিথী ও মেয়ে নুসরাত জাহান এসে ওই বাটাল কেড়ে নেয়। পরে পাশের মজিবরের চায়ের দোকান থেকে একটি কুড়াল নিয়ে তাকে কোপ মারতে যায়। এ সময় তিনি ঠেকিয়ে তা কেড়ে নেন। ঘটনার সময় চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে ইয়ামিকে আটক করে এবং পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।