নিজস্ব প্রতিবেদক
সোমবার বিকেলে একটি চাকু ও একটি মোটরসাইকেলসহ তিন দুর্বৃত্তকে আটক করেছে যশোরের পুলিশ। এই ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক দ্রুত বিচারক আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটককৃতরা হলো, শহরের খড়কির শাহ আব্দুল করিম সড়কের রবিউল ইসলামের ছেলে অমিত হাসান, মৃত জুম্মান মোল্যার ছেলে শিপন মোল্যা ও ইয়াসিন মোল্যার ছেলে আল আমিন।
মামলার অভিযোগে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া ফাঁড়ির পুলিশ শহরের শংকরপুর সার গোডাউন মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় দীঘি এন্টারপ্রাইজের সামনে থেকে ওই তিন দুর্বৃত্তকে আটক ও অমিত হাসানের পকেট থেকে একটি বার্মিজ চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।