কল্যাণ ডেস্ক
খুলনার ডুমুরিয়া নার্গিস ক্লিনিকে ‘ভুল চিকিৎসায়’ অন্তঃস্বত্ত্বা গৃহবধূ মুন্নি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে ডুমুরিয়াবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন ফকির।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান, যুবলীগ নেতা শেখ ইকবাল হোসেন, জাকির হোসেন, সেলিনা বেগম, আরিফ হোসেন, মোজাহার আলী, শহিদুল ইসলাম, মজিদ গাজী, রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, ডুমুরিয়া সদর ইউনিয়ের খাজুরা গ্রামের দিনমজুর রফিক শেখের স্ত্রী অন্তঃস্বত্ত্বা গৃহবধূ মুন্নী বেগম গত ১৭ ফেব্রুয়ারি ডুমুরিয়া সদরের নার্গিস ক্লিনিকে চিকিৎসার জন্যে ভর্তি হন। কিন্তু ক্লিনিকের মালিক নার্গিস বেগম ও ম্যানেজার মহসিন খান মুন্নি বেগমকে তার ইচ্ছার বিরুদ্ধে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তমকে ক্লিনিকে ডেকে এনে অ্যাপেনটিসাইট অপারেশন করান। অপারেশনের পর থেকেই মুন্নী অসুস্থ হতে থাকে।
এক পর্যায়ে তার অবস্থা সংকটাপন্ন হলে গত ১০ মার্চ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মুন্নির অবস্থা আরও অবনতি হলে গত ২৯ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ দেড় মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মুন্নি বেগম গত ২ এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। মুন্নীর ৭ বছরের অবুঝ একমাত্র শিশু পুত্র সাদিক মাকে হারিয়ে নির্বিকার হয়ে পড়ে। মানববন্ধন কর্মসূচিতে বাবার কোলে চড়ে ‘আমার মা কবরে, খুনি কেন বাইরে’ লেখা সম্বলিত প্লাকার্ড হাতে প্রতিবাদ জানায় শিশু সাদিক। নিহত মুন্নির স্বামী রফিক বলেন, আমার স্ত্রী মুন্নিকে ভুল চিকিৎসা দিয়ে নার্গিস ক্লিনিকের কর্তৃপক্ষ হত্যা করেছে। আমি আমার স্ত্রীর হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সর্বশেষ
- খুলনা বিভাগে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী, শৃঙ্খলা রক্ষায় কঠোর হাইকমান্ড
- মায়ের পথচলা যেখানে থেমেছে, সেখান থেকেই এগিয়ে নেওয়ার শপথ তারেক রহমানের
- বেনাপোল কাস্টমসের শীর্ষ পদে পরিবর্তন, বদলি ১৭ কমিশনার
- জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া
- মায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে
- খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
- যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ
- খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
