কারখানাটি হেনান প্রদেশে অবস্থিত। গতকাল সোমবার বিকেলে প্রদেশটির আনিয়াং শহরের কাইসিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেড নামের কারখানায় এই আগুন লাগে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানায়। তবে তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, উদ্ধারকারী সংস্থাগুলো বিকেল ৪টা ২২ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, আগুন লাগার খবর পেয়েই স্থানীয় পৌর ফায়ার বিভাগ ঘটনাস্থলে বিভিন্ন বাহিনী পাঠায়।
সিসিটিভি বলছে, জননিরাপত্তা, জরুরি সাড়া, পৌর প্রশাসন, বিদ্যুৎ সরবরাহ ইউনিট প্রায় একই সময় ঘটনাস্থলে পৌঁছায়। তারা জরুরি ব্যবস্থাপনা ও উদ্ধারকাজ চালায়। স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
কর্তৃপক্ষ বলছে, অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে হেফাজতে নেওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।