নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক দুর্ঘটনায় সবিরন বেগম (৭৫) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সদরের চুড়ামনকাটি ইউপির সামনে। তিনি সদরের চুড়ামনকাটির ঝাউদিয়া গ্রামের বাসিন্দা।
মৃতের ছোট ছেলের বউ সফিয়া বেগম জানান, বয়স্ক ভাতার কার্ড অনলাইন করতে সবিরন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। যশোর-ঝিনাইদহ মহাসড়কের ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহগামী একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, তাকে আশংকাজনকভাবে উদ্ধার করে নিয়ে আসে স্থানীয়রা। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
