ঝাঁপা (মনিরামপুর) প্রতিনিধি: চুরির তদন্তে গিয়ে গেল পুলিশের মোটর সাইকেল চুরি। ঘটনাটি যশোরের মণিরামপুর রাজগঞ্জের। শুক্রবার স্থানীয় ষোলখাদায় একটি চুরির তদন্তে যান ঝাঁপা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আব্দুল লতিফ। সেখানে তার মোটরসাইকেলটি চুরি যায়।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ষোলখাদা বাজারে বাংলা লিংক টাওয়ারে চারটি ব্যাটারি চুরি হয়। ঘটনার তদন্তে ষোলখাদায় যান কনস্টেবল আব্দুল লতিফ। টাওয়ারে চুরির বিষয়ে খোঁজখবর নিয়ে সেখানকার একটি মসজিতে জুম্মার নামাজ পড়তে ঢোকেন। নামাজের পর মসজিদের বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। কেউ চুরি করে নিয়ে গেছে।
ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শেখ আকতারুল ইসলাম জানান, কনস্টেবল আব্দুল লতিফের মোটরসাইকেলে চড়ে চুরির ঘটনা তদন্তে গিয়েছিলেন। চুরির বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে মোটরসাইকেল রেখে পাশের মসজিদে জুম্মার নামাজ যান। বেরিয়ে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই।
রাজগঞ্জে এদিন মসজিদে নামাজ পড়তে ঢুকে দুটি পালসার মোটরসাইকেল খুইয়েছেন দুই ব্যক্তি। ষোলখাদা ও রাজগঞ্জ বাজারে চুরির পৃথক ঘটনা। মোটরসাইকেল দুটির একটির মালিক ঝাঁপা পুলিশ ক্যাম্পের সদস্য আব্দুল লতিফ। অপরটির মালিক নোয়ালী গ্রামের গোলাম কাদের। রাজগঞ্জ বাজার এলাকায় নিজামের চাতালের সামনে একটি পালসার মোটরসাইকেল রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান নোয়ালী গ্রামের গোলাম কাদের। নামাজ শেষে ফিরে তিনি আর মোটরসাইকেলটি পাননি। রাজগঞ্জ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আজমল হোসেন জানান, একটি পালসার মোটরসাইকেল চুরির খবর তিনি পেয়েছেন।