নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ প্রার্থীর ৫ জনই জামানত হারিয়েছেন। তৃতীয় ধাপের স্থগিত হওয়া এ উপজেলায় বুধবার (৫ মে) অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে তারা জামানত হারান। এরমধ্যে বর্তমান চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ রয়েছেন। যার প্রতীক ছিলো আনারস। তিনি মাত্র ভোট পেয়েছেন ১২ হাজার ৫৪৬ ভোট। অন্য প্রার্থীরা হলেন, হেলিকপ্টার প্রতীকের আ.ন.ম আরিফুল ইসলাম, শালিক প্রতীকের মোহিত কুমার নাথ, কাপ-পিরিচ প্রতীকের শফিকুল ইসলাম জুয়েল ও জোড়া ফুল প্রতীকের শাহারুল ইসলাম।
মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বিতাকারীর জামানত বাজেয়াপ্ত হবে বলে জানায় ইলেকশন কমিশন (ইসি)। যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ২ লাখ ১ হাজার ৪৬৯টি। সেই হিসাবে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীকে ৩০ হাজার ২২০টি ভোট না পেলে জামানত হারাবেন।
হেলিকপ্টার প্রতীকের আ.ন.ম আরিফুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ২১৯ ভোট (৩.০৮ শতাংশ), মোহিত কুমার নাথ শালিক প্রতীকে প্রাপ্ত ভোট ৯ হাজার ৯০৪ (৪.৯১ শতাংশ), কাপ-পিরিচ প্রতীকের শফিকুল ইসলাম জুয়েল ১৪ হাজার ১৫৯ (৭.০২ শতাংশ) ও জোড়া ফুল প্রতীকের শাহারুল ইসলাম ৮ হাজার ৫০৬ (৪.২২ শতাংশ) ভোট পেয়ে জামানত খুঁইয়েছেন। তথ্য মতে, উপজেলা চেয়ারম্যান পদে এক লাখ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা জামানত নিয়েছিল নির্বাচন কমিশন।