চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় মাদক বহন করার টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। মানিক নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভা মাঠপাড়ায় মতলেবের চায়ের দোকানে সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাঠপাড়ার রবিউল ইসলামের ছেলে মানিক (৩০), একই এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে আওলিয়ার(৩০) ও আব্দুর রাজ্জাকের ছেলে নয়ন উদ্দীন (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মানিক মিয়াকে তারই মাদক বহনকারী নয়ন উদ্দিন ও আউলিয়ার মিলে লোহার রড ও বাসের লাঠি দিয়ে মেরে গুরুতর আহত করে। প্রতিঘাতে মানিকও তার নিকট থাকা ধারালো গাছিদা দিয়ে নয়ন উদ্দিন ও আউলিয়ারকে উরাধুরা কোপ দেয় এতে নয়নের ঠোট কেটে গুরুতর জখম হয় ও আউলিয়ারের ডান হাতের আঙ্গুল কেটে জখম হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ মানিককে গণপিটানি দিলে মানিক গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ তিনজনকেই উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন এবং অপর দুই জন নয়ন ও আউলিয়ার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বলেন, প্রাথমিকভাবে তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে । এদের মধ্যে একজনের মাথায় ভারী কোনো যন্ত্রের আঘাতের কারণে আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ডে মারামারি ঘটনাটির কথা স্বীকার করেন এবং এই ঘটনায় দুই জনকে আটক করেছেন বলে জানিয়েছেন তিনি।