আবদুল্লাহ আল মামুন চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদ থেকে কিশোর চয়নের(১৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চয়ন উপজেলার দিঘলসিংহ গ্রামের কাঁচামাল ব্যবসায়ী সবুজ হোসেনের ছেলে।
সোমবার (১৩ জুন) সকালে স্বরুপদাহ ইউনিয়নের মাধবপুর মোড়ে ধুনার খাল নামক স্থান শ্মশানের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর লাশ রাতের অন্ধকারে কপোতাক্ষ নদে ফেলে রেখে চলে যায় বলে জানা গেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সকালে চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নের মাধবপুর মোড়ে ধুনার খাল নামক স্থানে কপোতাক্ষ নদে একটি বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন ।পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চয়নের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্বৃত্তরা গতকাল রাতে অন্য কোথাও হত্যা করে নিজেদের বাঁচাতে রাতের অন্ধকারে লাশ এ কপোতাক্ষ নদে ফেলে রেখে যায়। এই ব্যাপারে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।