নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সানরাইজ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র হৃদয়কে (১০) ২শ বার কানধরে উঠবস করানোয় শিক্ষক জাহাঙ্গীর আলমকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি থানার এস আই মনিরুজ্জামান বুধবার তাকে গ্রেফতার করে।
জাহাঙ্গীর আলম বড় মেঘলা গ্রামের কলম মোড়লের ছেলে। এই ঘটনায় শিশু হৃদয়ের দাদা সন্তোষ মোড়ল ৩ নভেম্বর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন। অভিযোগটি বুধবার থানায় শিশু আইনে মামলা হিসেবে রুজু হয়।
এজাহারে তিনি উল্লেখ করেছেন, হৃদয় সানরাইজ স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আসামি জাহাঙ্গীর আলম ওই স্কুলের শিক্ষক। সে প্রায় সময় স্কুলের শিশু শিক্ষার্থীদের ওপর কারণে অকারণে নির্যাতন করে থাকে। ৩ নভেম্বর ওই শিক্ষক তার পোতা ছেলেকে ২শ বার কান ধরে উঠবস করায়।
এ সময় বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ হৃদয়কে একটি মাইক্রোবাসে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। সে সময় হৃদয়ের মুখে শুনে তাকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় মামলা করলে পুলিশ বুধবার রাত পৌনে ১২টার দিকে আসামি জাহাঙ্গীর আলমকে তার বাড়ি থেকে আটক করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।