নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রথমবারের মতো শুরু হয়েছে হকি ফাইভস প্রতিযোগিতা। রোববার শামস্-উল হুদা স্টেডিয়ামে উদ্বোধনী চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচে জয় পেয়েছে যশোর রাইডার্স, যশোর লাইটনিংস, যশোর থান্ডার্স ও যশোর ডমিনেটর। হকি ফাইভস হচ্ছে সাধারণ হকির থেকে কিছুটা আলাদা। এটা সাধারণ মাঠের থেকে অর্ধেক হয়। হকিতে যেখানে ১১জন খেলে সেখানে হকি ফাইভসে প্রত্যেক দলে পাঁচজন করে খেলে।
উদ্বোধনী ম্যাচে যশোর রাইডার্স ৭-৩ গোলে হারায় যশোর ডাইনামাইটসকে। এ ম্যাচে জাতীয় নারী যুবা দলের খেলোয়াড় সোনিয়া যশোর ডাইনামাইটসের হয়ে অংশ গ্রহণ করে নজর কেড়েছেন। শুধু খেলেনই না, দলের পক্ষে একটি গোলও করেছেন। গোল করলেও হেরেছে তার দল যশোর ডাইনামাইটস। বিজয়ী রাইডার্সের সুজন চারটি, তানজিম দু’টি ও একটি গোল করেন মাযম্বির। বিজিত দলের পক্ষে গোল করেন এই টুর্নামেন্টে সোনিয়া, নিয়ামত ও সজল। তারা প্রত্যেকেই করেছেন একটি করে গোল।
দ্বিতীয় ম্যাচে যশোর লাইটনিংস ৮-৪ গোলে পরাজয়ের স্বাদ দেয় যশোর ডমিনেটরকে। এ ম্যাচে জয় পাওয়া লাইটনিংসের আসিফ তিনটি, এছাড়া একটি করে গোল করেন প্রভাত, আতিক, আবির ও তকি। বিজিত ডমিনেটরের পক্ষে প্রিয়ম দু’টি এবং একটি করে গোল করেন সাদ ও সুফিয়ান।
তৃতীয় ম্যাচে যশোর থান্ডার্স ১৩-৮ গোলে পরাজিত করে যশোর রাইডার্সকে। জয়ী থান্ডার্সের কাব্য সাতটি, রাজিবুল ও সাদ করেছেন তিনটি করে গোল। বিজিত রাইডার্সের সুজন ছয়টি ও দু’টি গোল করেন তানজিম। চতুর্থ ম্যাচে যশোর ডমিনেটর ৬-৩ গোলে হারায় যশোর ফেলকনকে। বিজয়ী দলের সুফিয়ান ও কাইফ করেছেন তিনটি করে গোল। বিজিত দলের রিয়াদ দু’টি এবং রাব্বি একটি গোল করেন।
এর আগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, যশোর চেম্বর অব কমার্সের নির্বাহি সদস্য খায়রুল কবির চঞ্চল।
হকির এ প্রতিযোগিতা উপলক্ষে এদিন এক অর্থে হয়ে গেছে সাবেক খেলোয়াড়দের মিলন মেলা। দীর্ঘদিন পর সাবেক এসব খেলোয়াড়রা নানা আলাপ আলোচনার পাশাপাশি তাদের সময়ের খেলা নিয়ে স্মৃতি রোমন্থন করেন। অনেককেই আবেগ আপ্লুত হতে দেখা যায়।
