নিজস্ব প্রতিবেদক
সোমবার ৭৩তম বসন্তে পা দিয়েছেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা। তার এই জন্মদিন ঘিরে উৎসবে মেতে উঠেন সাংবাদিক, সংবাদপত্রসেবী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। কেউ অফিসে এসে কেউবা মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘায়ু কামনা করেন তারা।
রমজান মাস হওয়ায় সাহসী এই সাংবাদিকের জন্মদিনে জমকালো আয়োজন ছিল না। তবে কমতি ছিল না উৎসবের। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। দৈনিক কল্যাণ পরিবারের সদস্যরা এদিন সন্ধ্যায় পত্রিকা দপ্তরে সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলার জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। সেখানে ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান শিমুল, ক্রিয়েটিভ হেড খাইরুজ্জামান সুজন, যুগ্ম বার্তা সম্পাদক তবিবর রহমানসহ সাংবাদিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে তারা সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গতকাল একরাম-উদ-দ্দৌলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা। সন্ধ্যার পর পত্রিকা দপ্তরে এসে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে পত্রিকার সাংবাদিকরা। শুভেচ্ছা জানাতে আসেন বিশিষ্ট সাংবাদিক ‘যশোরের কাগজ’র উপদেষ্টা সম্পাদক রুকুনউদ্দৌলাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, শুভেচ্ছা জানান যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি এইচআর তুহিন, সামাজিক সচেতন সংস্থা (সাসস)’র নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন স্পন্দন যশোরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা’র প্রধান উদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহিনের নেতৃত্বে নাবিলা সুলতানা দিশা, মল্লিকা আফরোজসহ আরো অনেকে। শুভেচ্ছা জানান যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রোববার গভীর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় সকলে দৈনিক কল্যাণ সম্পাদকের দীর্ঘায়ু কামনা করেন। সর্ব শ্রেণির মানুষের ভালবাসায় সিক্ত একরাম-উদ-দ্দৌলা কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে, বর্ষীয়ান গণমাধ্যম ব্যক্তিত্ব প্রসিদ্ধ দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা’র ৭৩ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যশোর শহরের রেলরোড বাগমারা দীঘির পাড়স্থ ‘শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান। শুভেচ্ছা জানিয়েছেন নাগরিক অধিকার আন্দোলন যশোরের সমন্বয়ক মাসুদুর রহমান মিঠু।