মহিউদ্দিন সানি, নরেন্দ্রপুর (রূপদিয়া) থেকে ॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মোড়লপাড়ায় আকরাম মাওলানার বসত বাড়িতে যাতায়াতে একমাত্র পথটি বাঁশ, কঞ্চি ও কুলগাছের কাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছে তার নিজ ভাইয়েরা।
আকরাম মাওলানা নরেন্দ্রপুর ঈদগাহ্ ময়দানের ইমাম। বর্তমানে পরিবার নিয়ে নিজ বাড়িতে একপ্রকার গৃহবন্দি অবস্থায় রয়েছেন তিনি। গত ২৫ মার্চ সকালে নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মোড়লপাড়ায় এই ঘটনাটি ঘটে।
আকরাম মোড়লের ছেলে মাসুম বিল্লাহ বলেন, আমার চাচা হাসান মোড়ল ও সিফাতুল্লাহ আমাদেরকে স্বপরিবারে গৃহবন্দি করে রেখেছে। তাদেরকে সহযোগিতা করেছে আমার পিতার চাচাতো ভাই গোলাম কুদ্দুস মোড়ল ও মোস্তফা মোড়ল।
মাসুম বিল্লাহ জানান, তার দাদা মৃত ইহসাক মোড়ল মৃত্যুর আগে ১৯ শতক জমি ক্রয় করেন। যার মধ্যে ৫ শতক জমি তার পিতা আকরাম মোড়ল বসত বাড়িতে ঢোকার রাস্তা হিসেবে ব্যবহার করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে তার চাচারা ওই জমির ওয়ারেশ দাবি করলে তার পিতা রাস্তা বাদে অন্য জমি ভাগাভাগি করে বিষয়টি মিমাংসার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হয়ে তার দুই চাচা কয়েকজনকে সঙ্গে নিয়ে রাস্তায় তিনস্তরের বেড়া দিয়ে গৃহবন্দি করে রেখেছে।
রাস্তা আটকে দেওয়ার কারণ জানতে চাইলে গোলাম কুদ্দুস মোড়ল বলেন, আমরা অনেকবার আকরাম মোড়লকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। এসময় অন্য সব ভাইয়েরা উপস্থিত হলেও আকরাম মোড়ল বিষয়টি এড়িয়ে যায়। এজন্য অনেকটা বাধ্য হয়েই আমরা সকলে মিলে বিষয়টি মিমাংসা করার জন্যই রাস্তা আটকিয়েছি।
সরজমিনে গিয়ে দেখা যায়, আকরাম মোড়লের বাসা বাড়িতে প্রবেশের রাস্তায় পরপর তিন জায়গায় বাঁশ ও কুলকাটা দিয়ে বেধে দেয়া হয়েছে। পাশের আরও একটি রাস্তা বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মাঝে একটি অজানা আতংক বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ জড়ানোর আশঙ্কা প্রতিবেশীদের। এ ঘটনায় প্রশাসনের কাছে দুই পক্ষের কেউ কোন অভিযোগ বা আইনি সহযোগিতা নেয়নি।