নিজস্ব প্রতিবেদক
যশোর শেখ কামাল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের সোমবারের দুই ম্যাচে জয় পেয়েছে ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ও ভোরের পাখি ক্রীড়া সংগঠন।
বাঘারপাড়া পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ১-০ গোলে মান্নান ইসহাক ট্রাস্ট একাদশকে পরাজিত করে। ম্যাচের ৬১ মিনিটে জয়সূচক গোলটি করেন বিশ্ব।
শার্শা উপজেলার বেনাপোল বল ফিল্ডে হচ্ছে ‘খ’ গ্রুপের ম্যাচ। এই মাঠে ভোরের পাখি ক্রীড়া সংগঠন দ্বিতীয় ম্যাচে প্রথম জয় নিয়েছে। তারা ৩-০ গোলে তির্যক যশোরকে পরাজিত করে। প্রথম ম্যাচে তারা শেকড়ের সাথে ১-১ গোল সমতায় খেলা শেষ করে এক পয়েন্ট সংগ্রহ করে। এ জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভোরের পাখি।
ভোরের পাখির হয়ে ৩৩ মিনিটে ইসরাফিল, ৪৪ মিনিটে তালিব ও ৫৫ মিনিটে নয়ন গোল করেন।
আজ বিকাল ৩টায় বাঘারপাড়ার ভেন্যুতে সৃষ্টি যশোরের মুখোমুখি হবে উপশহর ব্রাদার্স ইউনিয়ন। একই সময়ে বেনাপোলের মাঠে মুখোমুখি হবে শেকড় যশোর ও রিতু স্মৃতি সংসদ।
