নিজস্ব প্রতিবেদক
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জয় বাংলা ঐক্য পরিষদ যশোর সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জয় বাংলা ঐক্য পরিষদের যশোর জেলা শাখার সভাপতি আমিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক এএইচ আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি করা হয়েছে নয়ন হোসেন ও সাধারণ সম্পাদক করা হয়েছে আবিদ হাসান রাহুলকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাওগাতুর রহমান শাফি, রিয়াদ তরফদার, সিমু আক্তার, রাসেল হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দিপু রায়হান, লিজা আক্তার, খালিদ হাসান, জিসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক আলিফ হোসেন, সিজার খান, জুবায়ের হোসেন সৌরভ, রাব্বি হাসান, প্রচার সম্পাদক ইয়েন আবির এলিট, দপ্তর সম্পাদক আলিফ সরকার, সদস্য তানজিলা খাতুন, হোসাইন বাবু, আবির হোসেন ও আরেফিন শুভ। কমিটির উপদেষ্টা করা হয়েছে ইব্রাহিম হোসেনকে।
আগামী ১ বছরের জন্য আংশিক এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির লিস্ট যশোর জেলা শাখার দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।