নিজস্ব প্রতিবেদক
বিএনপি, জামায়াতের অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধ ও দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় যুব জোট যশোর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে নেতাজী সুভাষ চন্দ্র বসু রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয়ে মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল।
বিক্ষোভ মিছিলে জাতীয় যুব জোট যশোর জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান, সহসভাপতি বেল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক কবির হোসেন রাব্বুল, অলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মিলন, দপ্তর সম্পাদক আজিজুর রহমান মিলন প্রমূখ। এ সময় জাসদের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।