নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের যশোর জেলা প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় পেয়েছে যশোর কালেক্টরেট স্কুল। শামস্-উল হুদা স্টেডিয়ামে বুধবার জিলা স্কুলকে পরাজিত করে ‘ক’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে অনেকটাই এগিয়ে রইলো এহসানুল হক সুমনের শিষ্যরা।
এদিনের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪৪ ওভার ১ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৫০ রান করে। ব্যাট হাতে সীমান্ত ৫৫ বলে ৯টি চারে ৫০ রান করেন। এরপাশে আলিফ ১৭ ও হুসাইন ১৫ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। কালেক্টরেট স্কুলের আসিফ জামান ৯ ওভার ২ বলে ৫টি মেডেনসহ ৭ রানে ৩টি, তাহমিদ আঞ্জুম ১৭ ও সাদমান খান ২৯ রানে ২টি, মারিফুল ইসলাম ও আসিফ মাহমুদ একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে নওসের রহমানের অর্ধশতকে ২৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কালেক্টরেট স্কুল। ৪৪ বলে ফিফটি করা নওসের শেষ পর্যন্ত ৫৭ রান করেন। ৫২ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার। এছাড়া ইয়ামিন ২৩, মাহাদি আবির আপন ১৮ ও সাদমান খান অপরাজিত ১৬ রান করেন। বল হাতে জিলা স্কুলের সীমান্ত ১৯ রানে ২টি ও আলিফ একটি উইকেট দখল করেন।