কল্যাণ ডেস্ক: জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আজ মঙ্গলবার সকালে তিনি সম্মেলনে যোগ দিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তাকে অভ্যর্থনা জানান। তবে তিনি কোনো বৈঠকে অংশ নেবেন কিনা, সেটি নিশ্চিত নয়। খবর আলজাজিরার।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর হার্টের সমস্যা রয়েছে। চেকআপের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন।
এর আগে খবর বের হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আর সম্মেলনে যোগ দিচ্ছেন না। ইন্দোনেশীয় সরকার বিষয়টি নিশ্চিত করলেও পররাষ্ট্রমন্ত্রীর অসুস্থতার খবর অস্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ।
এবারের সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিচ্ছেন না। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হওয়ার কথা রয়েছে। যদিও তার দেশ এই জোটের সদস্য নয়।