কল্যাণ ডেস্ক: চীনের জিনজিয়ান প্রদেশের একটি সোনার খনিতে ধসের ঘটনায় ১৮ শ্রমিক আটকে পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শনিবার বিকেলে ইনিং কাউন্টির খনিতে এ দুর্ঘটনা ঘটে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ধসের সময় খনিতে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ২২ জনকে বাইরে আনা হয়েছে। তবে এখনো ১৮ জন আটকা রয়েছেন।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, বাকি শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।
চীন বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ। দেশটি টানা ১০ বছর সোনা উত্তোলনে শীর্ষ স্থান ধরে রেখেছে। গত বছর দেশটি ৩৭০ মেট্রিক টন সোনা উত্তোলন করেছে।
চীনে খনির নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হলেও এখনো সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছরের সেপ্টেম্বরে কিংহাই প্রদেশে একটি কয়লা খনিতে ধসের পর সেখানে ১৯ শ্রমিক আটকা পড়েন। পরে দীর্ঘ অভিযানের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২১ সালের ডিসেম্বরে শানসি প্রদেশের একটি প্লাবিত কয়লা খনি থেকে দুজন নিহত এবং ২০ জন শ্রমিককে জীবিত উদ্ধার হয়।