নিজস্ব প্রতিবেদক
যশোর জিলা স্কুলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাওসার আলীর (৬০) মৃত্যু হয়েছে। তিনি শহরের খালধার রোড এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে। শনিবার সকালে জেলা স্কুলের সামনের সড়ক অতিক্রম করার সময় সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।