নিজস্ব প্রতিবেদক
শিক্ষকতা পেশা শেষে জীবিকা নির্বাহে পথের ধারে লেবু বিক্রি করা সেই শিক্ষক আবদুল লতিফ’র পাশে দাঁড়িয়েছে এক্স গ্রামীণ ফোন যশোর টিম। জীবনসায়াহ্নে শিক্ষকের এমন সংগ্রামের খবর দেখে হৃদয় ছুঁয়ে যাওয়া টিমের সদস্যরা তাকে আর্থিক সহায়তা করেছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) যশোর শহরের পোস্ট অফিসপাড়ায় তার বাড়িতে গিয়ে সততার সম্মান জানিয়ে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আবদুল লতিফ। ৩৮ বছর শিক্ষকতা শেষে ২০১৪ সালে অবসরে যান তিনি। এখন তাঁর বয়স ৭৪ বছর। জীবনসায়াহ্নে এসে একটু স্বাচ্ছন্দ্যে চলার জন্য তিনি গত এক বছর যশোরের সার্কিট হাউজের সামনে পথের ধারে বসে লেবু বিক্রি করেন। ৫ সেপ্টেম্বর দৈনিক কল্যাণে প্রিন্ট ভার্সনে খবর ও ভিডিও স্টোরি প্রকাশ হয়। শিক্ষকতার মতো মহান পেশা শেষে জীবিকা সংগ্রামের এমন চিত্র অনেকের মনে নাড়া দেয়।
এগিয়ে আসে ‘এক্স গ্রামীণ ফোন যশোর টিম’। তার খোঁজ নিতে যোগাযোগ করে দৈনিক কল্যাণে। এক পর্যায়ে ৭৪ বয়সী শিক্ষক আবদুল লতিফকে সততার সম্মান জানাতে চান তারা। এরই অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় শিক্ষকের বাসভবনে গিয়ে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ‘এক্স গ্রামীণ ফোন’র কর্মকর্তা এবং বর্তমানে বাংলালিংকে কর্মরত ক্লাস্টার ডিরেক্টর মো. মারুফ হোসেন চৌধুরী। এক্স গ্রামীণ ফোন’র কর্মকর্তা এবং বর্তমানে মেঘনা ব্যাংকে কর্মরত (হেড অব এমআইএস) নাজমুল হাসান, এক্স গ্রামীণ ফোন’র কর্মকর্তা আরিফুল হাসনাত, শেখ মহিউল ইসলাম, আইয়ুব আলী, ব্যবসায়ী জাকির হোসেন পলাশ, খায়রুল কবির বাবুল, মিলন, সাইদুজ্জামান সৈকত ও নবীরুজ্জামান (জামান) ও দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন।