নিজস্ব প্রতিবেদক
যশোরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ কেড়ে নিলেও তার আদর্শ কেড়ে নিতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ থাকবে। শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন। শহরের গাড়িখানাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এর আগে, সকালে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি শাহীন চাকলাদার এমপি বলেন, বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন, মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করেছেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তার কন্যার হাত ধরে দেশের অর্থনৈতিক মুক্তি এসেছে। একটি গোষ্ঠী দেশকে পিছিয়ে রাখতে বিদেশিদের পায়ে ধরে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। বাংলার মাটিতে তাদের সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। এর আগে, পৌর আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ পরিবারে সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে, দিবসটি উপলক্ষে শহরের গাড়িখানা রোড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যুবলীগের নেতাকর্মীরা। যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। সেখানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ত্রান ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, সদস্য খায়রুজ্জামান বিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ এ মাসউদ হিমেলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। শহরের কাজী সেন্টারে জেলা শ্রমিক লীগের একাংশের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল করেন।
সর্বশেষ
- দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে পণ্য আমদানিতে ধস, রাজস্ব নেমে অর্ধেকে
- জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার
- দল গঠনের নাটকীয়তা ছাপিয়ে জয়ে চোখ যশোরের
- চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার
- ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক, নিহত ৯
- সালমানের পর এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি, আতঙ্কে বলিউড
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নারী-পুরুষ আটক
- ধর্ষণের পর কিশোরীকে হত্যা করে পুকুরে ফেলে আত্মহত্যা বলে প্রচার
২ Comments
Pingback: ভালো দলে খেলার সুযোগ পেতেই আরাভ সেজে জেলে যেতে রাজি হন ইউসুফ
Pingback: পরকীয়া প্রেমিকার সঙ্গে মেলামেশায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা