নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর শাখার আয়োজনে ক্লেমন টি-২০ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির বিপক্ষে দুর্দান্ত জয় পায় এসএস ক্রিকেট একাডেমি। তবে বুধবার দ্বিতীয় দিনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে দল দুটির। ঝিকরগাছা ক্রিকেট একাডেমি জয় পেলেও হেরেছে এসএস ক্রিকেট একাডেমি। যশোর ক্রিকেট কোচিং সেন্টারের কাছে হেরেছে এসএস ক্রিকেট একাডেমি। অপরদিকে, মনিরামপুর ক্রিকেট একাডেমিকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে ঝিকরগাছা ক্রিকেট একাডেমি।
এদিন যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ও মণিরামপুর ক্রিকেট একাডেমি। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ঝিকরগাছার একাডেমি। ব্যাট হাতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির মুকুল ৫০, রাহাত ৩৫ ও জয় অপরাজিত ২৭ রান করেন। বল হাতে মনিরামপুরের মিথুন চারটি ও আসিফ একটি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার তিন বলে ১৪১ রানে গুটিয়ে যায় মনিরামপুরের একাডেমিটি। মনিরামপুরের ব্যাটিং ইনিংসে আসিফ ৩৯, আরাফাত ২৩, শাওন ১৬ ও রহমান করেন ২০ রান। বল হাতে যশোর ঝিকরগাছার জয় ও রাহাত তিনটি এবং আরিচ দু’টি উইকেট নিয়েছেন।
অলরাউন্ডার পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে জয়ী দলের জয়। তিনি ব্যাট হাতে ১৮ বলে অপরাজিত ২৭ রানের পাশাপাশি বল হতে ৪৮ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট।
একইস্থানে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় এসএস ক্রিকেট একাডেমি ও যশোর ক্রিকেট কোচিং সেন্টার। এ ম্যাচে দারুণ ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে এসএস ক্রিকেট একাডেমি। তারা টস হেরে ব্যাট করতে নেমে মাত্র বাঁহাতি স্পিনার সৈকত মল্লিকের ঘূর্নিতে ১২ ওভারে মাত্র ৩১ রানে গুটিয়ে যায়। কোন ব্যাটারই যেতে পারেননি দু’অঙ্কের ঘরে। ছয় ব্যাটার আউট হয়েছেন কোন রান সংগ্রহ না করেই।
জবাবে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটার কাবিদ আল সিয়াম ও অভিক ঘোষ বিল্টু মাত্র দুই ওভারে তারা জয় তুলে নেয়। কাবিদ আল সিয়াম ১৮ ও অভিক ঘোষ বেল্টু ১৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের সৈকত মল্লিক। তিনি বল হাতে দেখিয়েছেন দারুণ নৈপূণ্য। চার ওভার বল করে ১৮ রান খরচায় নিয়েছেন পাঁচটি উইকেট।