নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় শান্তি সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। ‘দেশব্যাপী জামায়াত-বিএনপির অপরাজনীতির’ প্রতিবাদে শনিবার বিকেলে উপজেলা পরিষদের ডাকবাংলোয় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহ্বায়ক শেখ ইমামুল কবির।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু এবং সদস্য মাহমুদ মুকুলের সঞ্চালনায় বক্তব্য দেন বক্তব্য দেন সদস্য এইচএম ওমর শরীফ সাকী, ইবাদ আলী, প্রিন্স আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য জাফিরুল হক রনি, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর একরামুল হক খোকন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্যানেল চেয়ারম্যান তবিবর রহমান উজ্জ্বল প্রমুখ।
পরে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে ঝিকরগাছা পৌর ও ১১টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
