নিজস্ব প্রতিবেদক
যশোরে আকিকুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত আকিকুল ইসলাম ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
এ দিকে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ফলের দোকান রয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে একজন মোবাইল ফোনে তাকে ডেকে আনেন। এরপর আর বাড়ি ফেরেননি আকিকুল। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি আকিকুলের বলে শনাক্ত করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, রাতে শহরের মুজিব সড়কের মডেল মসজিদের গলিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় এক ব্যক্তি। এরপর নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এটি হত্যা না অসুস্থতাজনিত মৃত্যু তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।