ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গড়াই বাসের সুপারভাইজার ও ইবি শিক্ষার্থীদের হাতাহাতিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ও শিক্ষার্থীদের অন্তত ২০ জন আহত হয়েছেন।
২৪ মার্চ উপজেলার শেখপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দীর্ঘ প্রায় ১৫ কি.মি যানজটের সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের বিরুদ্ধে একাধিক দোকানে হামলা অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
জানা যায়, ২৪ মার্চ রাত অনুমানিক সাড়ে ৮ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গড়াই বাসের (১১০০৮৪) সুপারভাইজারের বাক্বিতন্ডা হয়। কিছুক্ষণ পরে বাসের কর্মচারীদেরকে শিক্ষার্থীরা ধাওয়া করে। তখন শেখপাড়া বাজারে কয়েকটি দোকানদার বাসের সুপারভাইজারদেরকে আশ্রয় দিলে শিক্ষার্থী বাজারের সকলের উপর ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সিদ্দিক স্টোরের সিদ্দিক জোয়ার্দার, শেখপাড়া টেলিকমের সুরুজ খাঁন, সরোয়ার জোয়ার্দার, আদম জোয়ার্দার আহত হন। অন্যদিকে প্রায় ১৫ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আহতা অবস্থায় আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা সার্বিক দিক দিয়ে একটি আলোচনায় যাচ্ছি। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। আশা করি সবকিছুর সমন্বয়ে একটি সমাধান হবে। ক্ষতিগ্রস্ত ও আহত শিক্ষার্থীদের ন্যায্য দাবী মেনে নেয়া হবে।
শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। আমরা দুই পক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।