নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ঝিনাইদহের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দীক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম। ২৫ শে মার্চ কালরাতে গণহত্যায় সকল শহিদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা মাষ্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।