কল্যাণ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা গ্রামের মাঠ থেকে তাপস কুমার বিষ্ণু নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত তাপস কুমার বিষ্ণু কালীগঞ্জ উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ও একই উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।
চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ জানান, শিক্ষক তাপস কুমার বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে সবার অগোচরে বেরিয়ে যান। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে ঈশ্বরবা গ্রামের মাঠে ইরি ধানের জন্য প্রস্তুত করা জমির কাদার মধ্য থেকে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন: যশোরে বাস চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
১ Comment
Pingback: ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর - দৈনিক কল্যাণ