নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের গ্রামে এক যুবককে হত্যার চেষ্টায় টেটাবিদ্ধ করে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সদর উপজেলার হাটগোপালপুর দক্ষিণপাড়ায়।
আহত আবু সাইদ মোহাম্মাদ আল ইমরান আভিযোগ করে জানান, নিজ বাড়িতে তার একটি মুরগি ফার্মে প্রায়ই রাতের বেলা কিছু অসাধু লোকজন উৎপাত করে।
গত বুধবার রাতে সে এশার নামাজের উদ্দেশে তার নিজ বাড়ির টিউবয়েলে ওজু করতে গেলে ৪-৫ জন লোক তার উপর হামলা চালায়। এ সময় তারা মাছ ধরা টেটা দিয়ে বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়।
তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর থানায় ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে লিখিত অভিযোগ করা হয়েছ।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নেয়া হবে।