ক্রিকেট খেলা উপমহাদেশের দেশ বিশেষ করে ভারতে ধর্মের মতো করে দেখা হয়। সেখানে লিটল মাস্টার শচিন টেন্ডুলকারকে একপ্রকার তাদের দেবতা হিসেবেই দেখে ভারতীয়রা। ভারতীয় ক্রিকেট ভক্তদের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা পুরো বিশ্ব জানে। ভারতীয়দের মতো না হলেও বাংলাদেশিরাও ক্রিকেট উন্মাদনায় কম যায় না। আর এই ক্রিকেট পাগল দুই দেশের দেখা হয়েছিল এবারের ক্রিকেট বিশ্বকাপের ১৭তম ম্যাচে। পুনের সেই ম্যাচে ভারত জয়ী হলেও ম্যাচের ফল বাদেও দুই দলের সমর্থকদের মধ্যে গ্যালারির এক ঘটনা আলোচনার উদ্রেগ করেছে।
ম্যাচটিতে বাংলাদেশের করা ২৫৬ রান ভারত ৫২ বল হাতে থাকতে ৭ উইকেটে জিতে নেয়। তবে ম্যাচের গ্যালারিতে উপস্থিত বাংলাদেশি ক্রিকেট দলের সমর্থকদের সাথে বাজে ব্যবহার শুরু করে ভারতের ক্রিকেট দলের কিছু সমর্থক।
বাংলাদেশ ক্রিকেটের ভক্ত শোয়েব আলি। যাকে বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত সবাই ‘টাইগার শোয়েব’ নামেই চিনে থাকে। বাংলাদেশ পৃথিবীর যেখানেই খেলতে যাক না কেন সেখানেই টাইগারদের হয়ে গলা ফাটাতে দেখা যায় শোয়েবকে। পুনেতে বাংলাদেশ-ভারত ম্যাচে স্বাগতিক দলের সমর্থকদের কাছে হয়রানির শিকার হন সেই শোয়েব। পরে অবশ্য কয়েকজন সমর্থক দুঃখ প্রকাশ ও সবার হয়ে ক্ষমা প্রার্থনা করেন।
ভারত-বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারির একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় শোয়েবের হাতে থাকা খেলনা বাঘের লেজ ধরে টানাটানি করছেন কয়েকজন ভারতীয় সমর্থক। শোয়েবকে ঘিরে ধরে তারা নানা ভাবে হেনস্থাও করছিলেন। প্রত্যেকের গায়েই ছিল ভারতীয় দলের নীল জার্সি। নষ্ট করে দেওয়া হয় তার খেলনা বাঘটিও।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ওঠে নিন্দার ঝড়। সংশ্লিষ্ট ভারতীয় সমর্থকদের আচরণের তীব্র সমালোচনা শুরু হয়। শোয়েব নিজেও সমাজমাধ্যমে তার তিক্ত অভিজ্ঞতার কথা জানান।
ভারতীয় ক্রিকেট কর্তারাও জানান, এই ধরনের ঘটনা সমর্থন যোগ্য নয়। পুনের দর্শকদের কয়েকজনের ওই আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে বলে জানান অনেকে। ভারতীয় সংস্কৃতির অবমাননার কথাও বলেছেন কেউ কেউ। সেই ঘটনায় বেশ কিছু ভারতীয় সমর্থক ক্ষমা চেয়ে এবং দুঃখ প্রকাশ করে শোয়েবকে বার্তা পাঠিয়েছেন।
তারা বলেন, আসলে অল্প খারাপ লোকের জন্য সবার বদনাম হয়। আমরা দুঃখ প্রকাশ করছি, এমন ঘটনার কারণে ক্ষমাপ্রার্থিও। আমরাও বাংলাদেশে যাই, তারা আমাদের সাদরে গ্রহণ করে। আমাদেরও তাই করা উচিত। এখন কিছু লোকের জন্য সবার লজ্জিত হওয়া লাগে।
