ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড আউট’ করাটা মোটেও ভালোভাবে নেননি বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ক্রিকব্লগ ডটনেটকে বলেছেন, ‘ক্রিকেটে এমন কিছু দেখতে চাই না।’ কিন্তু টিম ম্যানেজমেন্টের অংশ হয়েও দলের বিরুদ্ধে মত দেওয়ায় তার ওপর চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনায় তাকে কারণ দর্শাতে বলেছে বিসিবি।
ক্রিকইনফোকে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘সে তার ব্যক্তিগত মত পরে কোনও সময় দিতে পারতো। কারণ সে টিম ম্যানেজমেন্টেরই অংশ। ফলে কোনও দল যখন কোনও সিদ্ধান্ত নেয়; এর বিরুদ্ধে জনসম্মুখে মন্তব্য করা মানে কোড অব কন্ডাক্ট ভাঙা। সে বিষয়টা নিয়ে দলের মাঝে কথা বলতে পারতো। কিংবা বিসিবিকেও জানাতো পারতো। কিন্তু এভাবে জনসম্মুখে নয়।’
সেই ইন্টারভিউতে ডোনাল্ডে বলেছিলেন, ‘‘এটা হতে দেখাটা ছিল হতাশাজনক। বুঝতে পেরেছি সাকিব তার সুযোগটা নিয়েছে। তার কথা ছিল এরকম, ‘আমি জয়ের জন্য সব কিছু করার চেষ্টা করছি।’ কিন্তু আমার কথা থেকে আপনি এটা বুঝতে পারছেন যে বিষয়টা আমার মোটেও পছন্দ হয়নি।’’
তিনি সেখানে আরও বলেছেন, ‘‘আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল যে, মাঠে ঢুকেই বলি, ‘অনেক হয়েছে আর না; আমরা এমন কিছুর পক্ষে নই। আমরা এমন দল নই যে এর পক্ষ নেবো ।’’
ডোনাল্ডের এমন মন্তব্যে বিসিবি প্রতিক্রিয়া জানাবে এটা অনুমিতই ছিল। কিন্তু বিসিবি কোনও ধরনের কড়া পদক্ষেপ নেবে না। কারণ চুক্তি অনুসারে ডোনাল্ডের সঙ্গে এটাই বাংলাদেশ দলের শেষ অ্যাসাইনমেন্ট। তিনি আগেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের পর চুক্তি শেষ হতেই আর কাজ করতে চান না। ডোনাল্ড এই পদে দায়িত্ব পেয়েছেন ২০২২ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে।
টুর্নামেন্ট শেষ হতে শুধু ডোনাল্ডেরই চুক্তি শেষ হচ্ছে না। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিক্যাল পারফরম্যান্স হেড নিক লি, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসেরও চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ক্রিকইনফো জানিয়েছে, তাদের মধ্যে থেকে কয়েকজনকে কমপক্ষে আগামী ২ জানুয়ারি পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। যদিও তারা এটাতে রাজি কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
