নিজস্ব প্রতিবেদক: গতকাল যশোর জিলা স্কুলে টিকা দিতে এসে সজীব অধিকারী নামে এক কলেজ ছাত্র সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সজীব অধিকারী যশোর সদর উপজেলার রুদ্রপুর ডিগ্রি কলেজের এইচ এস সি মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
সজীব অধিকারী ও তার বন্ধু রাকিব জানান, বেলা ১১ টায় তারা যশোর জিলা স্কুলে করোনা টিকা দিতে আসেন। স্কুল গেটের সামনে ইজিবাইক থেকে নামার সময় ৩ জন যুবক এসে সজীবের বাম পায়ের উরুতে ছুরি দিয়ে আঘাত করেন।
তারা জানান, ওই খানে দাঁড়িয়ে থাকা দুই জন মেয়ে দ্রুত এসে সন্ত্রাসীদের ছুরি ধরে বলছে এই ছেলে না। ছুরি ধরার কারণে মেয়েটার হাতও কেটে যায়। আহত সজীবের বন্ধুদের ধারণা, ভুলবশত অন্য ছেলেকে মারতে গিয়ে তারা সজীবকে ছুরি মরেছে। বর্তমানে তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।