নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে দি নিউ স্টার ক্লাব। মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৫উইকেটে মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। এই জয়ে দি নিউ স্টার ক্লাব প্রথম বিভাগে টিকে গেল। তবে মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাব আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে খেলবে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাব। ব্যাট করতে নেমে ৩৮ ওভার ২ বলে সব কয়টি হারিয়ে ১২০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২২ ওভার তিন বলে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নিউ স্টার ক্লাব।
ব্যাট হাতে মুন্সী এরশাদ আলীর হামজা ৩৫, আল আমিন ও তন্ময় ১১ এবং রিয়াজ ও সাইফুল্লাহ ১০ রান করে সংগ্রহ করেন। বল হাতে দি নিউ স্টারের তানজীর ২৪ রানে ৪টি, সানি ২টি, গালিব, নাসির ও আবির একটি করে উইকেট দখল করেন।
নিউ স্টারের ব্যাট হাতে রুবেল ৪৬ বলে ৪টি চার ও একটি ছয়ে ৪১, রায়হান ২৮, নাসির ২৭ রান করেন। মুন্সী এরশাদ আলী স্মৃতির তন্ময় ১১ রানে ৩টি, আল আমিন ও রুম্মন একটি করে উইকেট দখল করেন।
এদিকে খেলা শেষে চ্যাম্পিয়ন মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ ও রানার্সআপ উপশহর ইয়থ ক্লাবের হাতে ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে গতবছরে ক্রিকেট লিগের কো-স্পন্সর রিপন অটোস’র পরিচালক আয়াজ উদ্দিন রিপনকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকসেদ সফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির।
বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, নির্বাহি সদস্য ও প্রথম বিভাগ ক্রিকেট পরিষদের সম্পাদক খায়েরুজ্জামান বাবু।
যশোর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটোর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিপন অটোর পরিচালক আয়াজ উদ্দিন রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নজরুল ইসলাম, আনোয়ার হোসেন মোস্তাক প্রমুখ।