নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু নিজ অর্থায়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের টিবি ক্লিনিক মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, আমি আপনাদের ভাই। মেয়র থাকাকালীন সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আমার জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের পাশে থাকবো।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি জামায়াত জনগণের জন্য রাজনীতি করে না। তারা ক্ষমতার লোভে রাজনীতি করে। সেই জন্যই আজ তারা জনগণের পাশে না দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের শান্তি ও উন্নয়ন বজায় রাখতে তাদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রবীন আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মনি চাকলাদার, জেলা যুবলীগের সহ-সভাপতি তহিদুর রহমান তহিদ, রেজাউল ইসলাম, যুবলীগ নেতা মীর মোস্তফা নকীর রিপন, জেলা যুবলীগের সহ-অর্থ বিষয়ক সম্পাদ কামাল খান পর্বত, যুবলীগ নেতা অরিছুল ইসলাম মাসুদ, হাদিউজ্জামান চিমা, আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।