কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার আগমুন্দিয়া স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নন ঝিনাইদহ পবহাটি এলাকার বাসিন্দা।
বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দীন জানান, শনিবার সন্ধ্যার সময় মোটরসাইকেল চালক আব্দুল মান্নান ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া স্কুলের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক অপর একটি ট্রাককে অভারটেক করার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আব্দুল মান্নান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।